মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 29, 2024 10:14 PM

printer

আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ ICC তাদের ২০২৪ এর বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করেছে।

আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ ICC তাদের ২০২৪ এর বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করেছে। ভারতের পেস বোলার অর্শদীপ সিং কে টি-টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটার হিসেবে  মনোনীত করা হয়েছে। এই পর্যায়ে জিম্বাবুয়ের সিকান্দার রাজা পাকিস্তানের বাবর আজাম এবং অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও রয়েছেন। অর্শদীপ সিং টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন । এছাড়া টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচগুলিতে এবছর তিনি ছত্রিশটি উইকেট নিয়েছেন।

মহিলাদের উদীয়মান ক্রিকেটার শ্রেণীতে ভারতের শ্রেয়াঙ্কা পাতিল মনোনীত হয়েছেন।

অন্যদিকে ভারতেরই আরেক মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানাকে মহিলাদের একদিনের আন্তর্জাতিক বর্ষসেরা ক্রিকেটার হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

আগামী বছরের জানুয়ারি মাসের শেষ দিকে চূড়ান্ত পর্বে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন