আন্তর্জাতিক অলিম্পিক কমিটি- IOC, গতবছর বিশ্ব চ্যাম্পিয়ানশিপের সময় দুই মহিলা বক্সারের লিঙ্গ পরীক্ষাকে অবৈধ এবং ‘বিশ্বাসযোগ্যতার অভাব’ রয়েছে বলে খারিজ করে দিয়েছে। ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশান-IDA, এই পরীক্ষার আয়োজন করেছিল। অলিম্পিক কমিটির মুখপাত্র মার্ক অ্যাডাম জানিয়েছেন যে, ওই সংস্থা পরিচালিত পরীক্ষাগুলি অত্যন্ত ত্রুটিপূর্ণ এবং অস্থায়ী প্রকৃতির।
উল্লেখ্য, ওয়াল্টার ওয়েট বক্সিং-এ আঞ্জেলা কারেনীর সঙ্গে আলজেরিয়ার ইমেন খেলিফের ম্যাচকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়। জোরালো আক্রমণের মুখে মাত্র ৪৬ সেকেন্ডে কারিনী ম্যাচ থেকে সরে দাঁড়ান। বর্তমানে ইমেন খালিফ সেমি ফাইনালে পৌঁছেছেন।
অন্যদিকে, তাইওয়ানের বক্সার লিন-ইউ-পিং-এর লিঙ্গ পরিচিতি নিয়েও বিতর্ক দানা বেঁধেছে। তিনিও তাঁর নিজের বিভাগের সেমি ফাইনালে উঠেছেন।