বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, আনুমানিক ৭ শতাংশের মতো বিকাশ হার নিয়ে ২০২৭ সালের মধ্যে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার পথে এগোচ্ছে। লাওসে গতকাল পূর্ব এশিয়া দেশ গুলির অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী পর্যায়ের দ্বাদশ শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শ্রী গোয়েল, পূর্ব এশিয়ার শীর্ষ সম্মেলন মঞ্চ মজবুত করে তুলতে ভারতের দায়বদ্ধতার কথা আবারো উল্লেখ করেন এবং শান্তি স্থিতিশীলতা এবং আর্থিক সমৃদ্ধি বাড়াতে এই মঞ্চের ভূমিকা তুলে ধরেন।
একটি মুক্ত ,স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব বাণিজ্য সংগঠন সংস্কার প্রক্রিয়ার পক্ষে দেশের দায়বদ্ধতার কথা বলেন তিনি পাশাপাশি গুরুত্ব দেন ভেদাভেদ শূন্য নীতি অন্তর্ভুক্তিমূলক একটি আইন ভিত্তিক ব্যবস্থার উপর। মন্ত্রী সে দেশে ভারতীয় জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করেন দু দেশের মধ্যে সম্পর্কের সম্প্রসারণে তাদের অমূল্য অবদানের প্রশংসা করেন।