মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 16, 2025 1:11 PM

printer

আধার কার্ডের সঙ্গে এপিক-এর সংযুক্তিকরণের বিষয়ে বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন, আধার কার্ডের সঙ্গে এপিক-এর সংযুক্তিকরণের বিষয়ে বৈঠক ডেকেছে। আগামী মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পৌরহিত্যে ওই বৈঠক হওয়ার কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, আধার কমিশনের CEO, সংসদ বিষয়ক মন্ত্রকের সচিব এবং কেন্দ্রীয় আইন সচিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সমস্ত জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের কাছ থেকেও কমিশন ওই বিষয়ে মতামত এবং পরামর্শ চেয়েছে। ৩০শে এপ্রিলের মধ্যে কমিশনের কাছে এই পরামর্শ বা মতামত পাঠানো যাবে।

এদিকে, তৃণমূল কংগ্রেস ভোটার তালিকায় ভুয়ো ভোটার খোঁজার কাজে আরো গতি আনার সিদ্ধান্ত নিয়েছে। তালিকা খতিয়ে দেখার জন্য জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত কোর কমিটি গঠন করা হবে। ভোটার তালিকা ইস্যুতে আজ দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সীর উপস্থিতিতে এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন