আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ এবং কংগ্রেস নেতা-নেত্রী ও আমেরিকার জর্জ সোরোস ফাউন্ডেশনের মধে কথিত যোগাযোগের অভিযোগ ঘিরে তীব্র বাকবিতন্ডার মধ্যে, রাজ্যসভা আজ দিনের মতো মুলতুবি হয়ে গেছে।
প্রথমবার মুলতুবির পর দুপুর ২’টোয় সভা বসলে সরকার ও বিরোধী পক্ষের সাংসদরা একে অপরের উদ্দেশে তীব্র স্লোগান দিতে থাকেন। চেয়ারম্যান জগদীপ ধানখড় গোলমালের মধ্যেও কাজকর্ম চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গে, চেয়ারম্যান জগদীপ ধানখড়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন। তিনি অভিযোগ করেন যে, সরকার পক্ষ কংগ্রেসের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুললেও, চেয়ারম্যান তাতে উৎসাহ জোগাচ্ছেন। শ্রী খাড়গের বক্তব্য চলাকালীন দু’পক্ষের সদস্যরাই প্রতিবাদ-পাল্টা প্রতিবাদ করতে থাকেন। এরপরই গোলমালের মধ্যে চেয়ারম্যান, সভা দিনের মতো মুলতুবি করে দেন।
লোকসভাতেও পরিস্থিতি অনেকটা একইরকম ছিল। কাজকর্মের শুরুতেই বিরোধী দলের সাংসদদের সঙ্গে সরকার পক্ষের সদস্যদের, তীব্র বাকবিতন্ডা শুরু হয়। এর জেরে স্পিকার, বেলা একটা পর্যন্ত সভার কাজ মুলতুবি হয়ে যায়। পরে সভা শুরু হলে, হট্টগোল চলতে থাকায় বেলা ২’টো পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।