মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

October 10, 2024 11:48 AM

printer

আজ সপ্তমী। সকালে নদনদী, জলাশয়ে নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে সূচনা হয়েছে দেবী দুর্গার সপ্তমী বিহিত পুজো।

আজ সপ্তমী। সপ্তমীর সকালে নদনদী, জলাশয়ে নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে সূচনা হয়েছে দেবী দুর্গার সপ্তমী বিহিত পুজো।
সপ্তমী পুজোর পর অঞ্জলি পর্ব সম্পন্ন হবে। সকালে গঙ্গা সহ বিভিন্ন নদীর ঘাটে নবপত্রিকার স্নান পর্ব চলে। পশ্চিমবঙ্গের কলকাতা শিলিগুড়ি, সহ বিভিন্ন শহরে পূজা দেখতে বহু মানুষ গতকালই মণ্ডপে মণ্ডপে পূজা দেখেছেন।
ত্রিপুরাতেও বিপুল উৎসাহের মধ্যে দিয়ে শারদীয়া দূর্গাপুজার আয়োজন করা হয়। এবছর রাজ্যে ২৬২৬ টি সার্বজনীন দূর্গাপুজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে আগরতলা শহর এলাকাতেই এবছর ৫০০রও বেশি পুজা হচ্ছে। বড় বাজেটের থিমপুজো দেখতেই ভিড় বেশি। গত মঙ্গলবার পঞ্চমী তিথি থেকেই আগরতলায় প্রতিমা দর্শন শুরু হয়েছে। গতকাল ষষ্ঠীতেও রাজপথগুলো ছিল লোকেলোকারন্য। আলো ঝলমল, শহর আগরতলায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
পূজা উপলক্ষে এন এফ রেলওয়ে আগরতলাসহ বিভিন্ন রুটে ১৩ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে।
আসামের বরাক উপত্যকা সহ বিভিন্ন অঞ্চলে দুর্গা পূজায় মেতেছেন মানুষ। আন্দামানের বিভিন্ন দ্বীপেও চলছে সপ্তমীর পূজা। দিল্লী, মুম্বাই ,জামসেদপুর সহ দেশের বিভিন্ন শহরে বাঙালীরা মেতেছেন দুর্গোৎসবে। বাংলাদেশেও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় দুর্গা পূজা করছেন। তবে কিছু জায়গায় প্রতিমা ভাংচুরের খবরও এসেছে। ইউরোপের বিভিন্ন শহরেও প্রবাসী বাঙ্গালিরা দুর্গা পূজা করছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন