আজ শ্রীপঞ্চমী তথা বসন্ত পঞ্চমী। পঞ্চমী তিথিতে হয়, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা। পঞ্চমী তিথি আগামীকাল পর্যন্ত থাকায় এবার সরস্বতী পুজো হচ্ছে দু’দিনেই। বিপুল উৎসাহ-উদ্দীপনায় বাঙালির ঘরে ঘরে পাশাপাশি স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজন করা হয়েছে বাণী বন্দনার। বাজারে ফল ফুল শাক-সবজি সহ পুজোর উপকরণের চড়া দাম সত্ত্বেও কলকাতা সহ জেলাগুলিতে সাধ্যমত বাগদেবীর আরাধনার আয়োজন থাকছে, বাড়ির পুজো থেকে পাড়ায় পাড়ায় বারোয়ারি এবং স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানে। সরস্বতী পুজোকে ঘিরে স্কুল পড়ুয়া কচিকাঁচাদের পাশাপাশি কিশোর- কিশোরীদের উৎসাহ চোখে পড়ার মতো।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বসন্ত পঞ্চমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।