আজ রথযাত্রা। পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষ্যে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। দেশ বিদেশ থেকে বহু ভক্ত সামিল হয়েছেন এই উৎসবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুরীতে এই উৎসবে যোগ দেন।
এরাজ্যেও মহাসমারোহে পালিত হছে রথযাত্রার উৎসব। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কলকাতার ইস্কন মন্দির প্রাঙ্গনে রথের রশি টেনে রথযাত্রার সূচনা করেন। সকলের মঙ্গল কামনা করেন তিনি। এর আগে মুখ্যমন্ত্রী, প্রভু জগন্নাথ দেবের বিগ্রহের আরতি করেন। তিনি জানান, দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরী হচ্ছে, পুজোর পরই তার উদ্বোধন হবে।
ইস্কনের সুসজ্জিত রথটি মধ্য দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি পথ পরিক্রমা করে ব্রিগেড গ্রাউন্ডে অস্থায়ী গুন্ডিচা বাড়িতে যায়। সেখানে সপ্তাহ ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে ইস্কন কর্তৃপক্ষ।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন জায়গায় রথযাত্রার উদ্বোধন করেন ও তাতে সামিল হন।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তমলুকে গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির ও মেচেদায় ইস্কন মন্দিরে রথযাত্রা উৎসবে অংশ গ্রহণ করেন।
নদীয়ার মায়াপুরে ইস্কনের রাজাপুর জগন্নাথ মন্দিরে রথযাত্রা উত্সবে সামিল হয়েছেন অসংখ্য মানুষ।
হুগলীর মাহেশের ঐতিহ্যবাহী রথযাত্রা এবার ৬২৮ বছরে পড়েছে। গুপ্তিপাড়াতেও বহু মানুষ এই উত্সবে সামিল হয়েছেন। বসেছে মেলাও।