মুম্বইয়ের ব্রেবর্ন স্টেডিয়ামে আজ মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফাইনালে দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স এর মুখোমুখি হবে। খেলা শুরু হবে রাত আটটায়।
দুই দলই ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করেছিলো। দিল্লি নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষ স্থানে থেকে ও মুম্বই দ্বিতীয় স্থানে থেকে লিগ পর্ব শেষ করে।
গত বৃহস্পতিবার, এলিমিনেটর ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স ৪৭ রানে গুজরাট জায়ান্টসকে হারিয়ে ফাইনালে পৌঁছয়। দিল্লির কাছে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। মুম্বই এর কাছে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।