আজ মহরম। ইসলামী বর্ষপঞ্জীর পবিত্র প্রথম মাসের দশম এই দিনে পালিত হবে মহরম। আশুরার এই দিনটিতে ইসলাম ধর্মাবলম্বীরা, কারবালা মরু প্রান্তরে অত্যাচারী এজিদের বাহিনীর হাতে পয়গম্বর হজরত মহম্মদের দৌহিত্র ইমাম হোসেনের সপরিবার শহীদ হওয়াকে স্মরণ করে শোক পালন করেন। কালো পোশাকে তাজিয়া দুলদুল নিয়ে মিছিল করে ‘হায় হাসান, হায় হুসেন’ বিলাপ করতে করতে তাঁরা শামিল হন নকল কারবালার প্রতীকী যুদ্ধে।
শোকের এই দিবস পালন নির্বিঘ্ন রাখতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজ্য পুলিশ প্রশাসন সুষ্ঠু ভাবে মহরম পালন ও নিরাপত্তা রক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় আজ বেশ কয়েকটি মহরমের মিছিল বেরোনোর কথা। এ জন্যে শহর জুড়ে থাকছে একাধিক পুলিশ পিকেট।