মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 25, 2024 12:24 PM

printer

আজ বড়দিন। যীশু খ্রীষ্টের জন্মদিনটি  উপলক্ষে দেশ-বিদেশের খ্রিস্ট  ধর্মাবলম্বীদের পাশাপাশি আপামর জনগণ মেতে উঠেছেন  আনন্দ উৎসবে।

আজ বড়দিন। যীশু খ্রীষ্টের জন্মদিনটি  উপলক্ষে দেশ-বিদেশের খ্রিস্ট  ধর্মাবলম্বীদের পাশাপাশি আপামর জনগণ মেতে উঠেছেন  আনন্দ উৎসবে। গতকাল মধ্যরাতে গির্জায় গির্জায় ঘণ্টা ধ্বনি, ক্যারল ও বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে সূচনা হয়  বিশেষ উৎসবের।

আলোকমালায় সুসজ্জিত গির্জাগুলির পাশাপাশি বাড়ি ঘর , রাস্তা ঘাট ও শপিং মলগুলিও সাজিয়ে তোলা হয়েছে  ক্রিসমাস ট্রি, বেলস, স্টার দিয়ে। বড়দিন উপলক্ষে চলেছে উপহারের আদান প্রদান ও।

 পোপ ফ্রান্সিস , সেন্ট পিতারস ব্যাসিলিকায় ২০২৫ এর পবিত্র বর্ষের সূচনা করেন।

যিশুর জন্মস্থান বেথলেহেমে অবশ্য গাজায় যুদ্ধকালীন পরিস্থিতির প্রেক্ষিতে বড়দিনের উৎসব কিছুটা ম্লান।    ।  

ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার বড়দিনের শুভেচ্ছা বার্তায় মধ্যপ্রাচ্যের শান্তি ও প্রতিটি মানুষের উন্নত ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করেছেন।  প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাঁর প্রথম উৎসব বার্তায় মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমনের আশা প্রকাশ করেছেন ।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন