আজ পবিত্র রমযান মাসের প্রথম দিন। সারা দেশের সাথে রাজ্যের ইসলাম ধর্মাবলম্বীরা আজ থেকে ৩০ দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নিরম্বু উপবাসের মধ্যে দিয়ে সিয়াম বা রোজা পালন করবেন নিয়মিত। ৩০ দিন পর আসবে ইদ-উল-ফিতর। মুর্শিদাবাদ থেকে আমাদের জেলা সংবাদদাতা মামুন ফারুকের একটি প্রতিবেদন।
Site Admin | March 2, 2025 9:44 AM
আজ পবিত্র রমযান মাসের প্রথম দিন।
