মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 1, 2024 9:37 PM

printer

আজ থেকে গোটা দেশে ‘পুষ্টি বা পোষণ মাস’ পালন শুরু হয়েছে।

আজ থেকে গোটা দেশে ‘পুষ্টি বা পোষণ মাস’ পালন শুরু হয়েছে। ১৯৮২ সাল থেকে প্রতি বছর পয়লা থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের ব্যবস্থাপনায়, সারা দেশে ‘পুষ্টি সপ্তাহ’ পালন করা হয়ে থাকে। পরবর্তীতে তা সারা মাস জুড়ে উদযাপন শুরু হয়

শিশু ও মহিলাদের পুষ্টি এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পুষ্টি যুক্ত খাবারের ব্যবহার সুনিশ্চিত করা নিয়ে প্রচারের ওপর এবছর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

এবছর রাষ্ট্রীয় পোষণ মাসের শ্লোগান হল ‘সুপোষিত কিশোরী বিকশিত নারী’। এর মাধ্যমে মা, শিশু ও কিশোরীদের সুস্বাস্থ্য সুনিশ্চিত করা হবে। সারা মাস ধরে দেশের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবং সব জেলায় বিভিন্ন কর্মসূচি রূপায়ণের মাধ্যমে পোষণ মাস উদযাপন করা হবে। এর মধ্যে  রয়েছে মা, শিশু ও কিশোরীদের অ্যানিমিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মা, শিশু ও কিশোরীদের ওজন ও উচ্চতা পরিমাপ, মা ও শিশুদের সম্পূরক পুষ্টি প্রদান , ‘পোষণ ভি পড়াই ভি’ কর্মসূচির সফল বাস্তবায়ন নিশ্চিত করা  । তাছাড়া রয়েছে বৃক্ষরোপন কর্মসূচি।এই কর্মসূচির শ্লোগান হল ‘এক পেড় মা কি নাম’।  দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে ত্রিপুরাতেও আজ থেকে এই কর্মসূচী শুরু হয়েছে।   

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন