মার্কিন খাদ্য ও ঔষধ নিয়ামক সংস্থা- FDA, আরও উন্নতমানের ও আরও কার্য্যকরী মেসেঞ্জার RNA, কোভিড ভ্যাকসিনে অনুমোদন দিয়েছে। করোনার নতুন নতুন সংক্রামক ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এটি আরও কার্য্যকর হবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। কোমিরনাটি এবং স্পাইকভ্যাক্স নামের এই দুটি কোভিড ভ্যাকসিন ১২ বছর এবং বেশি বয়সীদের দেওয়া যেতে পারে। মডার্না এবং ফাইজার-বায়ো-এন-টেক এর দুটি ভ্যাকসিনেও অনুমোদন দেওয়া হয়েছে যা ৬ মাস থেকে ১১ বছর বয়সীদের দেওয়া যাবে।
Site Admin | August 23, 2024 5:57 PM