মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 29, 2024 5:46 PM

printer

আজ জাতীয় ক্রীড়া দিবস।

আজ জাতীয় ক্রীড়া দিবস।  কিংবদন্তি হকি খেলোয়াড় মেজার ধ্যান চাদের জন্মদিনটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হচ্ছে। খেলাধুলা এবং শারীরিক কসরতকে গুরুত্ব  দিতে প্রতিবছর ২৯ শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়ে থাকে।

কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া আজ সকালে নতুন দিল্লিতে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে ধ্যানচাঁদের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান মান্ডভিয়া ।সাংবাদিকদের বলেন দেশের নাগরিকদের সুস্থ এবং সবল থাকা উচিত কারণ একজন রোগহীন নাগরিকই সুস্থ সমাজের জন্ম দিতে পারে। এবং সুস্থ সমাজ গড়ে তুলতে পারে উন্নত দেশ। শত ব্যস্ততার মধ্যেও আজকের দিনে এক ঘন্টার জন্য খেলাধুলা শরীরচর্চার সময় বের করার জন্য নাগরিকদের প্রতি আবেদন জানান তিনি। শ্রী মান্ডবিয়া বলেন, ভারতকে এক উন্নত এবং সুস্থ দেশে পরিণত করতে প্রধানমন্ত্রীর ‘খেলেগা ইন্ডিয়া খিলেগা ইন্ডিয়া’ -র ডাক দিয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন