আজ গুরুপূর্ণিমা। ব্যাস পূর্ণিমা হিসাবেও দিনটি পালিত হচ্ছে। আধ্যাত্মিক এবং শিক্ষা গুরুদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই দিনটি। তাঁদের আশীর্বাদ ও জ্ঞানের মাধ্যমে সুষ্ঠু জীবন ধারণের পথ দেখানোর জন্য সকলে, এই উপলক্ষ্যে গুরুদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বোধি বৃক্ষের নিচে আলোক প্রাপ্ত হওয়ার পর বুদ্ধদেব সারনাথে গিয়ে এই পূর্ণিমাতে প্রথম, তাঁর বাণী প্রচার করেন। ভগবান বুদ্ধের অনুগামীরা তাই এই দিনে তাঁর পূজার্চনা করেন।