মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 7, 2024 12:15 PM

printer

আজ গণেশ চতুর্থী, সারা দেশে উত্সাহ উদ্দীপনার সাথে পালিত হচ্ছে গণেশ চতুর্থী উত্সব

আজ গণেশ চতুর্থী। রাজ্য তথা সারা দেশে উত্সাহ উদ্দীপনার সাথে পালিত হচ্ছে গণেশ চতুর্থী উত্সব। বিশেষ করে মহারাষ্ট্রের ১০ দিনের গণেশ উত্সবের আজ সূচনা। ভগবানগণেশ সমৃ্ধি ও সৌভাগ্যের প্রতীক। পারিবারিক পুজোর পাশাপাশি কলকাতা শহর ও জেলায়জেলায় গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। পুজো প্যান্ডেলগুলিকে আলোকমালায় সাজিয়ে তোলাহয়েছে। মহারাষ্ট্রে স্বাধীনতার আগে থেকে শুরু হওয়া এই উত্সব বিশেষভাবে তাত্পর্যপূর্ণ। লোকমান্য বাল গঙ্গাধর তিলক এই উত্সবে সিদ্ধিদাতা গণেশকে জাতীয়ঐক্যের প্রতীক হিসাবে চিহ্নিত করেন। তিনি একে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে আবদ্ধরাখেননি। বরং তাকে স্বাধীনতা আন্দোলনের সময় অস্পৃশ্যতা দূরীকরণ ও সামাজিক ঐক্যের মাধ্যম হিসাবে তুলে ধরেন। ১০ দিন ব্যাপী এই উত্সবের শেষ দিনে গণেশ বিসর্জনও বেশ আকর্ষণীয়।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন