আজ কালীপুজো ও দীপাবলি। রাজ্যবাসী মেতে উঠেছেন শক্তির দেবী দ্বীপান্বিতা মায়ের আরাধনায়। আলোর উত্সবে ভেসেছে গোটা বাংলা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ স্মৃতি বিজড়িত দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির, কালীঘাটে কালী মায়ের মন্দির, তারাপীঠ, আদ্যাপীঠ, লেক কালীবাড়ি, ঠনঠনিয়া কালীবাড়ি, ফিরিঙ্গি কালীবাড়ি, করুণাময়ী কালীবাড়ি, হালিশহরে ভক্ত রামপ্রসাদের ভিটের কালী পুজো, নৈহাটির বড়মার কালীপুজো, হংসেশ্বরী মায়ের মন্দিরের কালীপুজোতে বিপুল জনসমাগম হয়েছে। রঙিন আলোক মালায় সেজে উঠেছে শহর থেকে গ্রাম। বসেছে বাজি বাজার। তবে এবারে সবুজ বাজি কেনা বেচাই বেশি।
কালিপুজো উপলক্ষ্যে কলকাতা মেট্রো আজ বিশেষ ট্রেন চালাচ্ছে। ২০ মিনিট অন্তর কবি সুভাষ ও দক্ষিণেশ্বর দুই প্রান্ত থেকেই এই বিশেষ ট্রেন পরিষেবা দেওয়া হচ্ছে বলে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন।
এদিক, রেলের টিকিট বুকিং-এর সময়সীমা আগামীকাল থেকে ১২০ দিনের পরিবর্তে ৬০ দিন হচ্ছে। মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।