সৌরাষ্ট্র, কচ্ছ, পশ্চিম মধ্যপ্রদেশে আজ ও আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কর্ণাটক উপকূল, তামিলনাড়ু, কেরালা, তেলেঙ্গানা, অন্ধ্র উপকূল, বিদর্ভ, পশ্চিম ও পূর্ব মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে শুক্রবার পর্যন্ত, অন্যদিকে গুজরাটে ২৯শে জুন পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা।
কোঙ্কন ও গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, কর্ণাটক, কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, গুজরাট, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়ে আগামী ৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
জম্মু, পাঞ্জাব এবং পশ্চিম রাজস্থানের বেশ কিছু অংশে আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহ পরিস্থিতি বজায় থাকবে। এরপর ক্রমশ পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে মৌসম বিভাগ।
এদিকে, দিল্লির কিছু অংশে গতকাল হালকা বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, রাতভর ভারী বৃষ্টির জেরে উত্তরপ্রদেশের চান্দৌলির অনেক জায়গায় জল জমার খবর এসেছে।