আজ ওজন স্তর সংরক্ষন দিবস। প্রতি বছর ১৬ই সেপ্টেম্বর দিনটি উদযাপিত হয়। অত্যন্ত স্পর্শকাতর এই গ্যাসের স্তরটি, পৃথিবীকে সূর্যের ক্ষতিকারক বিভিন্ন রশ্মির থেকে ঢালের মতো রক্ষা করে আসছে। এবছরের বিশ্ব ওজোন স্তর সংরক্ষন দিবসের মূল ভাবনা হলো, “মন্ট্রিয়াল প্রোটোকলঃ অ্যাডভান্সিং ক্লাইমেট অ্যাকশনস”।
Site Admin | September 16, 2024 9:40 AM