আজ ঐতিহাসিক হুল দিবস। রাজ্যে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হচ্ছে। কলকাতা সিদো-কানহু ডাহারে শহীদ বেদীতে মাল্যদান, শহীদদের স্মৃতি তর্পন সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে সিদো-কানহু মেমোরিয়ার অ্যাসোসিয়েশন। বক্তাদের মধ্যে ছিলেন, অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক বিসম্বর মুড়া, অ্যাসোসিয়েশনের সম্পাদক পরিমল হাঁসদা প্রমুখ।
ঝাড়গ্রামের বিনপুরে রাজ্য সরকার আয়োজিত মূল অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, মন্ত্রী বীরবাহা হাঁসদা, জেলাশাসক মৌমিতা গোদারা বসু, জেলা সভাধিপতি চিন্ময়ী মারান্ডি প্রমুখ। মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকে জেলার কৃতি পড়ুয়াদের হাতে পুরষ্কার এবং প্রাপকদের হাতে কিছু সরকারী সুবিধা তুলে দেওয়া হয়।
জলপাইগুড়ি জেলার নাগরাকাটা আদিবাসী সংস্কৃতি চর্চা কেন্দ্রে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের উদ্যোগে দিনটি পালন করা হয়। উপস্হিত ছিলেন দফতরের মন্ত্রী বুলুচিক বরাইক, জেলা সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, বিধায়ক খগেশ্বর রায় প্রমুখ। জেলার কৃতি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় আম্বেদকর মেধা পুরস্কারের শংসাপত্র ও পাঁচ হাজার টাকার চেক। বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট আদিবাসী ব্যক্তিত্বদের সম্বর্ধিত করা হয়। আদিবাসী মানুষজন দেওয়া হয় ধামসা মাদল।
শ্রদ্ধার সঙ্গে পুরুলিয়ায় পালিত হল হুল দিবস। এদিন জেলার মূল অনুষ্ঠানটি হয় বোরোর বুরুডিতে। এখানে বীর শহীদ সিধো এবং কানহোর মূর্তিতে মাল্যদান করেন বিশিষ্ট জনেরা।
উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালি ১ নম্বর ব্লকের ল্যাম্পস প্রাঙ্গনে রাজ্য সরকারের উদ্যোগে হুল দিবস উদযাপন করা হয়।