মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 15, 2024 12:35 PM

printer

আজ উল্টো রথ

আজ উল্টো রথ। মাসির বাড়িতে ৮ দিন থাকার পর নবম দিনে শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা ফিরে আসবেন তাদের নিজ মন্দিরে।  রীতি মেনে পূজার্চনার পর অসংখ্য ভক্ত পুণ্যার্থীরা সুসজ্জিত রথের রশি টেনে নিয়ে যাবেন।

পুরীতেও উল্টোরথ বা বহুদা যাত্রার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। মাসির বাড়ি, দেবী গুন্ডিচার মন্দির থেকে আজ প্রভু জগন্নাথ, বলভদ্র এবং দেবী শুভদ্রা ফিরে আসবেন মূল মন্দিরে। এই উপলক্ষ্যে আজ সকাল থেকে লক্ষ লক্ষ ভক্ত পুরীতে ভিড় জমিয়েছেন।

কলকাতার ইসকনের উল্টো রথ যাত্রা আজ দুপুর একটায় ময়দানে অস্থায়ী মাসির বাড়ি থেকে শুরু হবে। আউট্রাম রোড, জওহরলাল নেহেরু রোড, S N ব্যানার্জি রোড, মৌলালি, CIT রোড, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং, শেক্সপিয়ার সরণি, হাঙ্গারফোর্ট স্ট্রীট হয়ে জগন্নাথ দেবের রথ অ্যালবার্ট রোডে ইসকন মন্দিরে পৌঁছবে।

কলকাতা ছাড়াও নদীয়ার মায়াপুর, হুগলির মাহেশ, গুপ্তিপাড়া এবং পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে উলটো রথ উপলক্ষে বহু মানুষের সমাগম হয়। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন