“আন্তর্জাতিক মাদক ও পাচার বিরোধী দিবস” উপলক্ষ্যে ঝাড়গ্রামের লালগড় থানার পক্ষ থেকে আজ একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। এতে অংশ নেন লালগড় কলেজের এনএসএস ইউনিটের সদস্য, লালগড় থানার পুলিশ কর্মী, সিভিক ভলান্টিয়ার এবং স্থানীয় ক্লাবের সদস্যরা। থানা থেকে পদযাত্রা শুরু হয়ে লালগড় বাজার পরিক্রমা করে পুনরায় থানার সামনে এসে তা শেষ হয়। নেতৃত্বে ছিলেন লালগড় থানার আইসি স্বরূপ মুখোপাধ্যায়। এদিন পথ চলতি সাধারণ মানুষকে মাদকদ্রব্যের ক্ষতিকারক দিকগুলি সম্পর্কে সতর্ক করা হয়।
এদিকে, পশ্চিম বর্ধমানের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট, রেলপাড় এলাকায় এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচীর আয়োজন করে। স্কুলপড়ুয়াদের নিয়ে আয়োজিত হয় সচেতনতামূলক র্যালি। এই এলাকায় মাদক সেবনের প্রবণতা বেশি হওয়ার জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছেন, এসিপি সেন্ট্রাল বিশ্বজিৎ নস্কর।