আজ আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। এই দিনটি পালনের উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে বাঘের বাসস্থান রক্ষা এবং সংরক্ষণ বিষয় সচেতনতা ও সমর্থন বাড়ানো। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড এর তারফে জানানো হয়েছে বর্তমানে ভারতে বাঘের সংখ্যা স্থিতিশীল রয়েছে অথবা বাড়ছে। বিশ্বের ৩০ শতাংশ বাঘের বাসস্থান ভারতে। গতকাল প্রধানমন্ত্রী আকাশবাণীর মান কিবা অনুষ্ঠানে বলেন বাঘ এদেশের সংস্কৃতির অঙ্গ। ব্যাঘ্র সংরক্ষণের ক্ষেত্রে জনসচেতনতা গড়ে তুলতে রাজস্থানের রণথম্বোর ‘কুলহাড়ি বন্ধ’ পঞ্চায়েত অভিযানের কথা বলেন তিনি।
সৌন্দর্য ও আভিজাত্যের প্রতীক এই বন্য প্রাণীটির সংরক্ষণের উদ্দেশ্যে দিনটি উদযাপিত হচ্ছে। সাম্প্রতিক পরিসংখ্যানে দেশে বাঘের সংখ্যা অনেকটাই আশাব্যঞ্জক। এর পাশাপাশি বাড়ছে মানুষ-পশু সংঘাত’ও। বিশেষজ্ঞদের মতে, নগরায়নের প্রয়োজনে যথেচ্ছভাবে অরণ্য ধ্বংস করার ফলে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে বন্যপ্রাণীদের স্বাধীন ঘোরাফেরার সংযোগ নিশ্চিহ্ন হয়ে যাওয়ায়, সমস্যা তৈরি হচ্ছে।