আজ আন্তর্জাতিক অরণ্য দিবস। বন সংরক্ষণ, ও পরিবেশ, বাস্তুতন্ত্র এবং জলবায়ু স্বাভাবিক রাখতে সচেতনতা বাড়াতে রাষ্ট্র সংঘ সাধারণ সভা ২১ সে মার্চ দিনটিকে অরণ্য দিবস পালনের কথা ঘোষণা করে। এই বছরের মূল ভাবনা ” অরণ্য ও খাদ্য “।
এদিকে, কেন্দ্রীয় সরকার এক রিপোর্টে জানিয়েছে, বিগত চার বছরে, পশ্চিমবঙ্গে দশ জেলায় বনভূমির পরিমাণ কমেছে। উত্তরাখণ্ডের দেরাদুনের ভারতের বন জরিপ বিভাগ এর এক রিপোর্টে বলা হয়েছে, দুই ২৪ পরগনা, দুই দিনাজপুর, দার্জিলিং সহ ১০ টি জেলায় বনভূমির পরিমাণ কমেছে। তবে ১৩ টি জেলায় অরণ্যের আচ্ছাদন বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। রাজ্যে সামগ্রিক ভাবে অরণ্যের পরিমাণ কমেছে বলে রিপোর্টে জানানো হয়।
২০১৯ সালে যেখানে বনভূমির আয়তন ছিল ১৬ হাজার ৯০২ বর্গ কিলোমিটার ২০২৩ সালে টা হয়েছে ১৬ হাজার ৮৩২ দশমিক ৩৩ বর্গ কিলোমিটার।