মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

November 11, 2024 12:09 PM

printer

আজারবাইজানের বাকুতে আজ ২৯তম বার্ষিক রাষ্ট্রসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ টোয়েন্টি নাইন শুরু হবে।

আজারবাইজানের বাকুতে আজ ২৯তম বার্ষিক রাষ্ট্রসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ টোয়েন্টি নাইন শুরু হবে। “ফাইনান্স সিওপি” হিসাবে ডাব করা হয়েছে, দু সপ্তাহের এই সম্মেলনে জলবায়ু প্রভাবের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলির জন্য একটি নতুন পরিকল্পনা করা হবে। এবারের মূল ভাবনা “”ফাইনান্স সিওপি”।  

প্যারিস চুক্তির সিদ্ধান্ত অনুযায়ী  আন্তর্জাতিকস্তরে   তাপমাত্রা বৃদ্ধির মোকাবিলা করা,  জলবায়ুর স্থিতাবস্থাকে আরও শক্তিশালী করা এবং উন্নয়নশীল দেশগুলির জন্য সমর্থন জোগাড় করার উদ্দেশ্যে কপ টোয়েন্টি নাইন ভারত সহ প্রায় ২00টি দেশের প্রতিনিধিদের জন্য আলোচনার এক মঞ্চের ব্যবস্থা করেছে। ভারত এবং দক্ষিনী বিশ্বের জন্য, জলবায়ু পরিবর্তন প্রতিরোধে গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী  লক্ষ্যমাত্রা পূরণ এবং এই পরিবর্তনের ফলে সব থেকে বেশী সংকটে থাকা অঞ্চলের বাসিন্দাদের রক্ষা করার জন্য অর্থ, প্রযুক্তি এবং জ্বালানী সম্পদের জোগান দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন