ভারত-রাশিয়া ২২ তম বার্ষিক শিখর সম্মেলনে প্রতিরক্ষা, বাণিজ্য, যোগাযোগ, বিনিয়োগ শক্তি সহযোগিতা, শিক্ষা, বিজ্ঞান এবং প্রযুক্তি, সংস্কৃতি এবং মানুষে মানুষে সংযোগ মূল আলোচ্য বিষয় হয়ে উঠবে। বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা আজ নতুন দিল্লীতে এক সাংবাদিক বৈঠকে একথা জানান। আগামী ৮ থেকে ১০ তারিখ পর্যন্ত প্রধানমন্ত্রী, রাশিয়া এবং অস্ট্রিয়া সফরের বিষয়ে শ্রী কোয়াত্রা বলেন, প্রধানমন্ত্রী মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদামির পুতিন, দুদেশের মধ্যে থাকা বহুমুখী সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সাম্প্রতিক নানা ইস্যুতেও দুই নেতা মত বিনিময় করবেন।
এছাড়াও ব্রিকস, এসসিও, জি টোয়েন্টি, ইস্ট এশিয়া সামিট এবং রাষ্ট্রসংঘের মত নানা গোষ্ঠীকে দুই দেশের কার্যকারিতাও তারা প্রযালোচনা করবেন। চাকরীর লোভে রাশিয়ায় নিয়ে গিয়ে সেদেশের সেনা বাহিনীকে জোর করে অন্তর্ভুক্ত হওয়া ভারতীয়দের দ্রুত প্রত্যার্ফনের বিষয়টি আলোচনায় উঠে আসবে বলে মনে করা হচ্ছে।
বিদেশ সচিব জানান, প্রধানমন্ত্রী মস্কোতে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে কথা বলবেন। ভূরাজনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যেও ভারত ও রাশিয়ার মধ্যে এক বিশেষ সম্পর্ক বজায় রয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে শ্রী কোয়াত্রা বলেন, ২০২৩-২৪ অর্থবর্ষে শক্তি সহায়তার ক্ষেত্রে এর পরিমাণ সাড়ে ৬ হাজার কোটি মার্কিন ডলারে গিয়ে পৌঁছেছে। এছাড়াও ব্যাঙ্ক, রেল ও ইস্পাত ক্ষেত্রে অংশীদারিত্ব ক্রমশ বেড়ে চলেছে। দেশের প্রতিরক্ষা এবং নিরাপত্তার দিক থেকেও রাশিয়া ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার বলে কোয়াত্রা জানান।