মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 6, 2024 10:03 PM

printer

আগামীকাল রথযাত্রা। কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে রাজ্যের সর্বত্রই।

আগামীকাল রথযাত্রা। সারা দেশের সঙ্গে এরাজ্যেও মহা সমারোহে রথযাত্রার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামীকাল কলকাতার ইস্কনের রথযাত্রার সূচনা করবেন। দুপুর দুটোয় অ্যালবার্ট রোডে ইস্কন মন্দির প্রাঙ্গনে রথের রশি টেনে রথযত্রার সূচনা করা হবে।

রাজ্যের ঐতিহ্যবাহী ৬২৮ বছরের প্রাচীন হুগলীর মাহেশে রথযাত্রায় বহু মানুষের সমাগম হবে। জেলার আর এক প্রান্তে গুপ্তিপাড়া রথযাত্রাকে কেন্দ্র করে মানুষ ইতোমধ্যেই উত্সবে সামিল হয়েছেন।

উত্তর কলকাতার বাগবাজার জগন্নাথ মন্দির পরিচালন সমিতির উদগ্যোগে আগামীকাল পালিত হবে রথাযাত্রা।

এই উপলক্ষে রাজ্যের সর্বত্রই কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সর্বত্র আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বিঘ্ন রাখতে রাজ্য সরকার, সব জেলা পুলিশ সুপার এবং কমিশনারদের নির্দেশ দিয়েছে। রাজ্যের নিরাপত্তার দায়িত্বে থাকা এডিজি পদমর্যাদার আধিকারিক পীযূষ পান্ডে গতকাল শীর্ষ স্তরের কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। রথযাত্রার সময়ে জন্য পুলিশকে সাদা পোশাকে থেকে পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে। গন্ডগোলের সম্ভাবনা এড়াতে গোয়েন্দা বিভাগকে আরো সক্রিয়ভাবে কাজ করার কথা বলেছেন আধিকারিকরা।

রথযাত্রা ও উল্টো রথ উপলক্ষে পূর্ব রেলের হাওড়া ডিভিশন, হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে বিশেষ লোকাল ট্রেন চালাবে বলে পূর্ব রেল সূত্রে জানা গেছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন