আকাশবাণীর বিশিষ্ট সংবাদ পাঠক ভেঙ্কটরামন গতরাতে প্রয়াত হয়েছেন। ১০২ বছর বয়সী এই সংবাদ পাঠকের কন্ঠেই ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট এর ভোরে দিল্লি থেকে ভারতের স্বাধীনতা লাভের ঐতিহাসিক খবর তামিল ভাষায় প্রথম ধ্বনিত হয়েছিল। ভোর পাঁচটা বেজে ৪৫ মিনিটে রেডিও সিলোনের জন্য তামিল ভাষায় প্রথম এই খবর প্রচারিত হয়। ভেঙ্কটরামন স্থায়ী এবং অস্থায়ী শিল্পী হিসেবে আকাশবাণীর সঙ্গে দীর্ঘ 64 বছর যুক্ত ছিলেন।