আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি একদিনের ক্রিকেটে ব্যটারদের নতুন ক্রমতালিকা আজ প্রকাশ করেছে। ভারতের অধিনায়ক রোহিত শর্মা দু ধাপ উঠে তৃতীয় স্থানে পৌঁছেছে। ব্যটারদের ক্রম তালিকায় শুভমন গিল শীর্ষ স্থানটি ধরে রেখেছেন। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম তৃতীয় স্থানেই রয়েছেন। প্রথম পাঁচ এ আছেন ভারতের বিরাট কোহলি। তিনি একধাপ নেমে পঞ্চম স্থানে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার হেনরিক ক্লাসেন আছেন চতুর্থ স্থানে। ব্যাটারদের প্রথম ১০ এর তালিকায় শ্রেয়স আইয়ারও রয়েছেন। তিনি আছেন অষ্টম স্থানে। তবে ব্যাটার দের ক্রম তালিকায় নিউজিল্যান্ডের রাচীন রবীন্দ্র ১৪ ধাপ উঠে চতুর্দশ স্থানে পৌঁছেছেন।
Site Admin | March 12, 2025 8:47 PM
আইসিসি একদিনের ক্রিকেটে ব্যটারদের নতুন ক্রমতালিকা আজ প্রকাশ করেছে
