অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ বর্ডার গাভাস্কার ট্রফি ৩-১ এ জিতে দ্বিতীয় দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে। সিডনিতে পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ভারতকে হারিয়ে দিয়েছে। ৬ উইকেটে ১৪১ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত ১৫৭ রানে তাদের দ্বিতীয় ইনিংস শেষ করে। স্কট বোল্যান্ড ৬ উইকেট নেন, অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স নেন তিন উইকেট। ম্যাচ জয়ের জন্য ১৬২ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে অস্ট্রেলিয়া ৪ উইকেট হারিয়ে চা পানের বিরতির আগেই লক্ষ্যে পৌঁছে যায়। উসমান খোয়াজা ৪১ রান করেন। বিউ ওয়েবস্টার ৩৯ ও ট্র্যাভিস হেড ৩৪ রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে প্রসিধ কৃষ্ণা তিনটি, মহম্মদ সিরাজ একটি উইকেট নেন। পিঠের চোটের কারণে এই ম্যাচে ভারতের অধিনায়ক জশপ্রীত বুমরাহ আজ ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলেও, অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বল করতে মাঠে নামেননি। খেলার সংক্ষিপ্ত স্কোর ভারত ১৮৫ ও ১৫৭, অস্ট্রেলিয়া ১৮১ ও ৪ উইকেটে ১৬২। ম্যাচে ১০ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ড ম্যাচের সেরা হয়েছেন। সিরিজে ৩২ উইকেট নিয়ে ভারতের জশপ্রীত বুমরাহ সিরিজের সেরা হয়েছেন।
পার্থে প্রথম ক্রিকেট টেস্টে ভারত ২৯৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, এডিলেডে দিন রাতের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া ১০ উইকেটে ভারতকে হারিয়ে দেয়। ব্রিসবেনে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় টেস্ট ড্র হয়। মেলবোর্নে চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়া ১৮৪ রানে ভারতকে হারিয়ে দেয়।
দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগামী ১১ থেকে ১৫ ই জুন লর্ডসে অনুষ্ঠিত হবে।