অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে বিশ্বের এক নম্বর খেলোয়াড় জানিক সিনার, পুরুষদের সিঙ্গলস খেতাব জিতেছেন। গতকাল মেলবোর্ণের রড লেভার এরেনায় তিনি জার্মানির আলেকজান্ডার ভেরেভ-কে ৬-৩/ ৭-৬/ ৬-৩ সেটে হারিয়ে দেন। এই জয়ের ফলে ২৩ বছর বয়সী এই ইতালীয় খেলোয়াড় ১৯৯২-৯৩-এর জিম কুরিয়ারের পর সর্বকনিষ্ঠ হিসেবে টানা দ্বিতীয়বার ‘অস্ট্রেলিয়ান ওপেন’ খেতাব জিতলেন। এটি সিনারের তৃতীয় গ্র্যান্ডস্লাম ফাইনাল খেতাব।
Site Admin | January 27, 2025 9:52 AM
অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে বিশ্বের এক নম্বর খেলোয়াড় জানিক সিনার, পুরুষদের সিঙ্গলস খেতাব জিতেছেন।
