মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 21, 2025 7:05 PM

printer

অস্ট্রেলিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে স্পেনের পাওলা বাদোসা কোকো গৌফ-কে ৭-৫, ৬-৪-এ হারিয়ে সেমিফাইনালে উঠেছেন।

অস্ট্রেলিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে স্পেনের পাওলা বাদোসা কোকো গৌফ-কে ৭-৫, ৬-৪-এ হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। ২০২৫ সালে বিশ্বের তিন নম্বর বাছাই গৌফের এটি প্রথম পরাজয়।

          অন্যদিকে, পুরুষদের সিঙ্গলসে তিন নম্বর বাছাই জার্মানির আলেকজান্ডার জেরেভ আমেরিকার টমি পলকে কোয়ার্টারফাইনালে 7-6,7-6,2-6,6-1  পরাজিত করেন। অপর কোয়াটার ফাইনালে আজ অলিম্পিক চ্যাম্পিয়ান সার্বিয়ার নোভাক জোকোভিচ স্পেনের কার্লোস আলকারাজের মুখোমুখি হবেন। ভারতের রোহন বোপান্না ও চীনের ঝ্যাঁ সুয়াই জুটি মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে স্হানীয় জন পিয়ার্স ও অলিভিয়া গাদেক্কি-র কাছে ৬-২, ৪-৬, ৯-১১-তে পরাজিত হয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন