মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 14, 2025 7:41 PM

printer

অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে রোহন বোপান্না এবং  কলম্বিয়ার জুটি নিকোলাস বেরিয়েন টস পুরুষদের ডবলসে আজ স্পেনের  পেদ্রো মার্টিনেজ এবং জাওমি মুনারের কাছে প্রথম রাউন্ডেই পরাজিত হয়েছেন।

অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে রোহন বোপান্না এবং  কলম্বিয়ার জুটি নিকোলাস বেরিয়েন টস পুরুষদের ডবলসে আজ স্পেনের  পেদ্রো মার্টিনেজ এবং জাওমি মুনারের কাছে প্রথম রাউন্ডেই পরাজিত হয়েছেন। এবারের প্রতিযোগিতায় চতুর্দশ বাছাই ভারত কলম্বিয়ান জুটি খেলার সূচনা পর্বে আশা জাগালেও তারা  স্পেনীয় জুটির কাছে এক ঘন্টা ৫৪ মিনিটে লড়াইয়ে  পাঁচ সাত, ছয় সাত স্ট্রেট সেটে সরাসরি পরাজিত হন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন