দু দেশের সরকারি সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন অস্ট্রিয়ায়। একচল্লিশ বছর পর এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী সে দেশ সফর করছেন। গতরাতে ভিয়েনায় পৌছালে তাঁকে ভারতীয় সম্প্রদায়ের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। অস্ট্রিয়ার চ্যান্সেলার কার্ল নেমারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি নিজেই একথা জানিয়েছেন। আজ তার অস্ট্রিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ফন ডেয়ার বালেণের সঙ্গে সাক্ষাৎ করার কথা। ভারত এবং অস্ট্রিয়ার বাণিজ্য মহলের শীর্ষ ব্যক্তিত্বদের উদ্দেশে আজ প্রধানমন্ত্রী এবং অস্ট্রিয়ার চ্যান্সেলর ভাষণ দেবেন। শ্রী মোদী ভিয়েনার প্রবাসী ভারতীয়দের সঙ্গে মতবিনিময়ও করবেন।
গতরাতে তাঁর সম্মানার্থে নেমার নৈশভোজের আয়োজন করায় সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। আজ তাদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হবে। বিশ্বের কল্যাণে দুটি দেশ একযোগে কাজ করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন । অস্ট্রিয়া সফরের প্রাক্কালে রবিবার তিনি বলেন উভয় দেশই গণতান্ত্রিক মূল্যবোধ, স্বাধীনতা এবং আইনের শাসনে বিশ্বাসী। ভবিষ্যতে দুটি দেশের মধ্যে এক নিবিড় অংশীদারীত্ব গড়ে উঠবে।