অসম মন্ত্রিসভা, বিচারপতি বিপ্লব শর্মা নেতৃত্বাধীন কমিটির করা সুপারিশগুলি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। সে রাজ্যের অধিবাসীদের জমি, ভাষা এবং সংস্কৃতি রক্ষায় ৬ নম্বর ধারা নিয়ে এই কমিটি সুপারিশগুলি করেছিল। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা সাংবাদিকদের জানান, কমিটির করা ৬৭-টি সুপারিশের মধ্যে ৫৭-টি আগামী বছর ১৫-ই এপ্রিলের মধ্যে কার্যকর করা হবে।
মন্ত্রিসভার অন্য একটি সিদ্ধান্তে জানানো হয়েছে, দুর্ঘটনায় মৃত্যু এবং স্হায়ীভাবে অঙ্গহানি ঘটলে সরকারী কর্মচারীরা ১ কোটি টাকার জীবন বীমার সুরক্ষা পাবেন। আংশিক অঙ্গহানি ঘটলে বীমার পরিমাণ হবে ৮০ লক্ষ টাকা। এছাড়াও রাজ্যে নতুন ২০ লক্ষ রেশন কার্ড বিলের সিদ্ধান্ত মঞ্জুর হয়েছে মন্ত্রিসভায়।