অসমে দ্বিতীয় দফার বন্যায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। ৩০টি জেলার প্রায় ২৪ লক্ষেরও বেশি মানুষ বন্যাকবলিত। তবে গত ২৪ ঘন্টায় কোনো মৃত্যুর খবর নেই। সাতচল্লিশ হাজার বন্যা দুর্গত মানুষ সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গত মানুষদের চাল , ডাল , নুন , তেল দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় বন্যার জল ঢুকে রাস্তা , সেতু, এবং সাঁকোগুলির ক্ষতি করেছে . গত আটচল্লিশ ঘন্টার অবিরাম বৃষ্টিতে গুয়াহাটি শহরও জলমগ্ন হয়ে পড়েছে।
এদিকে কাজিরাঙা জাতীয় উদ্যান কর্তৃপক্ষ , ১০০টি বন্যপ্রাণীকে উদ্ধার করলেও বন্যায় ৯০টি প্রাণীর মৃত্যু হয়েছে।
এদিকে আবহাওয়া দফতর , উজানি অসমের বিচ্ছিন্ন অংশে ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।