অসমের মেঘালয় সীমান্ত সংলগ্ন ডিমা হাসাও জেলার উমাংসো-এ কয়লা খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে রাজ্য সরকার নৌ-বাহিনীর ডুবুরির সাহায্য চেয়ে পাঠিয়েছেন। ৩-শো ফুট গভীর এই অবৈধ ‘rat-hole’ কয়লা খনিতে জল ঢুকে যাওয়ায় ৯ শ্রমিক আটকে পড়েন। রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সঙ্গে নিয়ে সেনা ইতিমধ্যে যৌথ অভিযান শুরু করেছে। ডাইভার, ইঞ্জিনিয়ার এবং অন্যান্য প্রশিক্ষিত কর্মী-আধিকারিকরা ছাড়াও সঙ্গে রয়েছে উন্নতমানের যন্ত্রপাতি। সামাজিক মাধ্যমের এক বার্তায় অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা এক বার্তায় জানিয়েছেন, বিশাখাপত্তনম থেকে নেভি ডাইভাররা খুব শীঘ্রই সেখানে পৌঁছবে বলে মনে করা হচ্ছে। খনির ভেতর জলস্তর প্রায় ১-শো ফুটের কাছাকাছি পৌঁছেছে। সরকারী সূত্রে জানানো হয়েছে, ওপর থেকে তিনজনের দেহ দেখতে পাওয়া গেলেও উদ্ধার করা সম্ভব হয়নি।
Site Admin | January 7, 2025 1:19 PM