অসমের মরিগাও জেলায় আজ সকালে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলের ৫ মাত্রার এই কম্পন গুয়াহাটিসহ রাজ্যের অন্যত্র অনুভূত হয়। জাতীয় উপকম্পন কেন্দ্র জানিয়েছে রাত দুটো বেজে ২৫ মিনিটে মাটির ১৬ কিলোমিটার গভীরে এই কম্পন হয় তবে কম্পনের কেন্দ্র সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি। কয়েকদিন আগেই বঙ্গোপসাগরে ৫.১মাত্রার ভূকম্পনে কলকাতা সহ ও পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা কেঁপে উঠেছিল। ভারতের অতিরিক্ত ভূমিকম্প প্রবণ এলাকাগুলির মধ্যে অসম থাকায় এখানে ভূমিকম্প স্বাভাবিক ঘটনা।
Site Admin | February 27, 2025 12:44 PM
অসমের মরিগাও জেলায় আজ সকালে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলের ৫ মাত্রার এই কম্পন গুয়াহাটিসহ রাজ্যের অন্যত্র অনুভূত হয়।
