মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 25, 2024 10:53 PM

printer

অষ্টাদশ লোকসভায় অধ্যক্ষ পদে এনডিএ-র প্রার্থী হয়েছেন প্রবীণ বিজেপি সাংসদ ওম বিড়লা। বিরোধী INDI জোট, কংগ্রেস সাংসদ কে. সুরেশকে অধ্যক্ষ পদপ্রার্থী করেছে। #আগামীকাল অধ্যক্ষ পদে নির্বাচন।

প্রবীণ বিজেপি সাংসদ ওম বিড়লা, অষ্টাদশ লোকসভায় অধ্যক্ষ পদে

এনডিএ-র প্রার্থী হয়েছেন। অন্যদিকে, বিরোধী INDI জোট, কংগ্রেস সাংসদ কে. সুরেশকে অধ্যক্ষ পদপ্রার্থী করেছে। দুজনেই আজ তাঁদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। অধ্যক্ষ পদে নির্বাচন হবে আগামীকাল।

এর আগে সপ্তদশ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকেই অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করার জন্য সরকার ও বিরোধী পক্ষের আলোচনা হয়। কিন্তু তাঁরা

কোনো মতৈক্যে পৌঁছতে পারেনি।

এদিকে, সর্বসম্মতভাবে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হওয়া উচিত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন।  সংসদ ভবন চত্বরে আজ সাংবাদিকদের তিনি বলেন,  স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত অধ্যক্ষ পদের জন্য কোনও নির্বাচন হয়নি। কংগ্রেস উপাধ্যক্ষ পদটি বিরোধীদের দেওয়ার দাবি জানিয়েছে। অধ্যক্ষ কোনো দলীয় পদ নয়, তাই পদে  নির্বাচন হওয়া উচিত নয়। বিরোধী জোটকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন তিনি।   

সংসদ ভবনের বাইরে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ ও জে পি নাড্ডা, এব্যাপারে কংগ্রেসের কে সি বেণুগোপাল এবং DMK-এর TR বালুর সঙ্গে আলোচনা করেন। কিন্তু বিরোধী পক্ষ ওম বিড়লাকে সমর্থনের আগে উপাধ্যক্ষ পদে

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন