অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের শুরুতে আজ নব নির্বাচিত সাংসদদের শপথবাক্য পাঠ করানো হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভার নেতা হিসাবে সর্বপ্রথম শপথ নেন। অধ্যক্ষপ্রতীম ভর্ত্রুহরি মহতাব শ্রী মোদীকে শপথবাক্য পাঠ করান।
এরপর লোকসভার অধ্যক্ষের নির্বাচন না হওয়া পর্যন্ত শ্রী মোহতাবকে যে চেয়ার পার্সনরা সহায়তা করবেন, তাদের শপথ গ্রহণ হয়।
বিজেপি সাংসদ মোহন সিং এবং ফগ্গন সিং কুলাস্তে প্যানেলের সদস্য হিসাবে শপথ নেন। তবে কংগ্রেস সাংসদ কে. সুরেশ, ডিএমকের টি আর বালু এবং তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় চেয়ারপার্সন হিসাবে শপথ নিতে অস্বীকার করেন। এরপর একে একে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, ধর্মেন্দ্র প্রধান, নিতীন গড়কড়ি, শিবরাজ সিং চৌহান, কিরেণ রিজিজু সহ অন্যান্যরা শপথ নেন। এখনও শপথ গ্রহণ চলছে।
এর আগে আজ সকালে শ্রী মহতাব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে শপথ নেন।
বুধবার হবে নতুন অধ্যক্ষ নির্বাচন। বৃহস্পতিবার উভয়সভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেদিনই শুরু হবে, রাজ্যসভার অধিবেশন। তেশরা জুলাই পর্যন্ত সংসদের অধিবেশন চলার কথা।
নীটের প্রশ্ন ফাঁস এবং নেট সহ একাধিক পরীক্ষা বাতিলকে কেন্দ্র করে বিতর্কের প্রেক্ষাপটে লোকসভার অধিবেশন আজ বসেছে।