রাজস্থানের কোটার সাংসদ ওম বিড়লা অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। আজ সংসদে ধোনি ভোটে শ্রী বিড়লাকে জয়ী বলে ঘোষণা করেন অধ্যক্ষপ্রতীম ভর্ত্রুহরি মহতাব। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওম বিড়লার নাম অধ্যক্ষ পদের জন্য প্রস্তাব করেন। প্রস্তাবটিকে সমর্থন জানান, প্রবীণ সাংসদ তথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
বিরোধীদের পক্ষে কে সুরেশের নাম স্পীকার পদের জন্য প্রস্তাব করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং বিরোধী দলনেতা – কংগ্রেসের রাহুল গান্ধী, শ্রী বিড়লাকে অধ্যক্ষের আসনের দিকে এগিয়ে দেন।
প্রধানমন্ত্রী ধন্যবাদ সূচক ভাষণে বলেন, শ্রী বিড়লা সপ্তদশ লোকসভা অত্যন্ত দক্ষ হাতে পরিচালনা করেছেন। তাঁর কার্যকালে অনেক গুরুত্বপূর্ণ বিল সংসদে গৃহীত হয়েছে। সরকারী পক্ষের পাশাপাশি বিরোধীদের কাছেও মিতবাক্ ওম বিড়লা যথেষ্ট জনপ্রিয় বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, বলরাম জাখরের পর ওম বিড়লাই টানা দ্বিতীয়বার ৫ বছরের মেয়াদে লোকসভার অধ্যক্ষ পদে নির্বাচিত হলেন।
বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী শ্রী বিড়লাকে অভিনন্দন জানান। নিজের বক্তব্যে শ্রী গান্ধী বলেন, বিরোধী দলগুলি সভার কাজ পরিচালনায় অধ্যক্ষককে সবরকমের সহায়তা দিতে প্রস্তুত। অধ্যক্ষ বিড়লা বিরোধীদের, সংসদে কথা বলার যথেষ্ট সুযোগ দেবেন বলে তিনি আশাপ্রকাশ করেন। রাহুল গান্ধী বলেন, সরকারের হাতে রাজনৈতিক ক্ষমতা থাকলেও বিরোধীরা জনগণের কণ্ঠস্বর হিসেবে তাদের বক্তব্য সংসদে তুলে ধরবেন।