মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 10, 2025 9:56 PM

printer

অষ্টাদশ তম প্রবাসী ভারতীয় দিবস উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য বিশিষ্ট প্রবাসী ভারতীয়দের ‘প্রবাসী ভারতীয় সম্মানে’ ভূষিত করেন

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, প্রবাসী ভারতীয়রা বিশ্ব সমাজের কাছে প্রকৃত ভারতের চিত্র তুলে ধরে। রাষ্ট্রপতির মুর্মু বলেছেন প্রবাসী ভারতীয়রা চিকিৎসা এবং প্রযুক্তি সহ সমস্ত ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছেন। ভুবনেশ্বরে জনতা ময়দানে অষ্টাদশ তম প্রবাসী ভারতীয় দিবস উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভাষণ দিচ্ছিলেন। 

এর আগে রাষ্ট্রপতি বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য বিশিষ্ট প্রবাসী ভারতীয়দের ‘প্রবাসী ভারতীয় সম্মানে’ ভূষিত করেন। শ্রীমতি মুর্মু বলেন প্রবাসীদের সাফল্য গাথা শুধুমাত্র ভারতীয়দের কাছে গর্ব করার বিষয় নয় বরং তা বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা যোগায়।

কেন্দ্রীয় মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর, জুয়েল ওরাম, ধর্মেন্দ্র প্রধান, ওড়িশার রাজ্যপাল হরিবাবু কম্ভমপতি, মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং অন্য বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে রাষ্ট্রপতি একটি প্রদর্শনীতে ওড়িশা প্যাভেলিয়ান এবং অন্যান্য স্টল ঘুরে দেখেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন