অষ্টম ভারত ‘জল সপ্তাহে’র আজ সূচনা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লির ভারত মন্ডপমে অনুষ্ঠানের সূচনা করেন। চারদিনের এই সম্মেলনে প্রায় চার হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন। এদের মধ্যে আছেন বাইরের ৪০ টি দেশের ২০০ জন বিদেশী প্রতিনিধি’ও।
Site Admin | September 17, 2024 12:32 PM