মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 2, 2024 6:12 PM

printer

অলিম্পিকে  মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টের  ফাইনালে পৌঁছেছেন মনু ভাকের

প্যারিস অলিম্পিক্সে সপ্তম দিনে ভারতীয় প্রতিযোগীরা আজ ব্যাডমিন্টন, জুডো, শ্যুটিং, হকি এবং তিরন্দাজি বিভাগে নামছেন। 

এবারের অলিম্পিকে  মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টের যোগ্যতা নির্ণায়ক পর্বের প্রিসিশন স্টেজ থেকেই এষা সিং ছিটকে গেলেও দুটি ব্রোঞ্জ জয়ী শ্যুটার মানু ভাকের ফাইনালে পৌঁছেছেন। 

পুরুষদের হকিতে টিম ইন্ডিয়া ইতোমধ্যেই কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

জুডোয় মহিলাদের ৭৮ কেজি বিভাগে রাউন্ড অফ থারটি টু–র ম্যাচে ভারতের তুলিকা মান কিউবার ইডালিস ওর্টিজের কাছে হেরে গেছেন।

তিরন্দাজিতে মিক্সড ইভেন্টে ভারতীয় জুটি ধিরাজ বোম্মাদেওয়ারা এবং অঙ্কিতা ভকত কোয়ার্টার ফাইনালে স্পেনীয় জুটিকে ৫-৩ এ হারিয়ে সেমি ফাইনালে উঠেছে। এর আগে তাঁরা ইন্দোনেশিয়ার দয়ানন্দ চোইরুনিসা এবং আরিফ পাংগেস্তুর-কে ৫-১-এ হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌছেছেন।  

অন্যদিকে, ভারতের ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন আজ সেমিফাইনালে ওঠার লড়াইয়ে চীনা তাইপেইয়ের চৌ তিয়েন চেন-এর মুখোমুখি হবেন ভারতীয় সময় রাত ৯’টা পাঁচ এ। লক্ষ্য সেনই ব্যাডমিন্টনে একমাত্র ভারতীয় প্রতিযোগী হিসাবে টিকে রয়েছেন।

অ্যাথলেটিক্সে পারুল চৌধুরী আজ ভারতীয় সময় রাত ৯ টা ৪০-এ মহিলাদের ৫ হাজার মিটারের কোয়ালিফিকেশন রাউন্ডে নামবেন।

রোইং-এ পুরুষদের সিঙ্গেলসের স্কালসে ফাইনাল ডি-তে পঞ্চম স্থানে শেষ করেছেন।  

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন