মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 20, 2025 10:27 AM

printer

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ মার্কিন যুক্তরাষ্ট্র ও পেরু সফরে রওনা হচ্ছেন।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ মার্কিন যুক্তরাষ্ট্র ও পেরু সফরে রওনা হচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে তিনি স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের হুভার ইন্সটিটিউশনে বক্তব্য রাখবেন এবং শীর্ষ স্থানীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলির কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানেও তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। শ্রীমতি সীতারামন এমাসের ২২ তারিখে ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাঙ্কের বসন্তকালীন বৈঠক ছাড়াও দ্বিতীয় জি টোয়েন্টি অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর বৈঠক, উন্নয়ন কমিটির ও আইএমএফসি-র প্লেনারি এবং গ্লোবাল সার্বভৌম ঋণ সংক্রান্ত গোল টেবিল বৈঠকে যোগ দেবেন।
২৬ শে এপ্রিল থেকে পেরুতে তাঁর প্রথম সফরের সময় সীতারামন অর্থমন্ত্রকের আধিকারিক এবং শিল্পপতিদের নিয়ে গঠিত একটি ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন