অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম PMIS এর জন্য একটি ডেডিকেটেড অ্যাপের সূচনা করবেন। এই অ্যাপের লক্ষ্য হল দ্বিতীয় পর্যায়ে যোগ্য প্রার্থীরা যাতে সহজেই নাম নিবন্ধন করতে পারেন,তা নিশ্চিত করা । এর ফলে ার-ও বেশী সুবিধাভোগী এর মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন। ৩১ মার্চ পর্যন্ত এ সংক্রান্ত আবেদন গ্রহণ করা হবে। এই অ্যাপটি মোবাইল ফোনের ব্যবহারের মাধ্যমে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে যে সব সমস্যা ছিল, তা সমাধান করবে। কলকাতায় PMIS-এর জন্য বিশেষ একটি সুবিধা কেন্দ্র স্থাপন করা হবে।
Site Admin | March 17, 2025 8:04 AM
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম PMIS এর জন্য একটি ডেডিকেটেড অ্যাপের সূচনা করবেন।
