মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 31, 2025 8:55 PM

printer

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আগামীকাল সংসদে ২০২৫-২৬-এর কেন্দ্রীয় বাজেট পেশ করবেন।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আগামীকাল কেন্দ্রীয় সরকারের ২০২৫-২৬-এর বাজেট পেশ করবেন।
রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রকে ইতোমধ্যেই ১-শো দিনের কাজ, জাতীয় স্বাস্থ্য মিশন, গ্রাম সড়ক যোজনার মতো প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করা ও সময় মতো টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। সেই সঙ্গে অন্যান্য প্রকল্পগুলিও যাতে যথাযথ বরাদ্দ পায় সে দাবিও জানানো হয়েছে।
আজ কেন্দ্রীয় সরকারের তরফে আর্থিক সমীক্ষা প্রকাশিত হয়। তাতে বলা হয়েছে, ২০২৬ অর্থবর্ষে অর্থনৈতিক বৃদ্ধির হার ৬ দশমিক তিন শতাংশ থেকে ৬ দশমিক ৮ শতাংশ হতে পারে। খরিপ শস্যের রেকর্ড উৎপাদন এবং কৃষি ক্ষেত্রে অনুকূল পরিস্থিতির ওপর ভর করে দেশে গ্রামীণ চাহিদা বৃদ্ধি পেয়েছে। যদিও বিশ্বব্যাপী মন্দা বাজার এবং অভ্যন্তরীণ পরিস্থিতির মরসুমী পরিবর্তনের ফলে নির্মাণ ক্ষেত্রকে কিছুটা চাপের মুখে পড়তে হয়েছে। তবে, ২০২৫ অর্থবর্ষের প্রথমার্ধে কৃষি ক্ষেত্রে বৃদ্ধির হার স্থিতিশীল রয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন