চলতি অর্থবর্ষে কৃষি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের জন্য ১ লক্ষ ৫২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ লোকসভায় নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন তৃতীয় এনডিএ সরকারের প্রথম সাধারণ বাজেট পেশ করেছেন। তিনি বলেন, আগামী দু বছরে সরকার ১ কোটি কৃষককে প্রাকৃতিক চাষে উৎসাহ জোগাবে। কৃষিতে উৎপাদন বৃদ্ধি করতে গবেষনার কাজে জোর দেওয়া হচ্ছে বলে অর্থমন্ত্রী জানান। তিনি বলেন, ডাল ও তৈলবীজে আত্মনির্ভরতা বাড়াতে বিশেষ কৌশল গ্রহণ করা হয়েছে। ১০ হাজার চাহিদা ভিত্তিক জৈব সম্পদ কেন্দ্র স্থাপন করা হবে। সরকার, দরিদ্র, মহিলা, যুব এবং কৃষকদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়ে শ্রীমতি সীতারামন বলেন, প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ ৫ বছর বাড়ানোয় ৮০ কোটির বেশী মানুষ উপকৃত হয়েছেন। দেশে খাদ্য নিরাপত্তা আরো জোরদার করতে ১শো৯ টি নতুন উচ্চ ফলনশীল এবং জলবায়ু অনুকূল শষ্য চাষে জোর দেওয়া হচ্ছে। খরিফ শষের জন্য ৪শোটি জেলায় ডিপিআইয়ের মাধ্যমে ডিজিটাল সমীক্ষা চালানো হবে। ৬ কোটি কৃষকে এবং তাঁদের জমি সংক্রান্ত তথ্য ফার্মার অ্যান্ড ল্যান্ড রেজিস্ট্রির আওতায় আনা হবে বলে অর্থমন্ত্রী জানান।
প্রধানমন্ত্রী সূর্য ঘর নামক সৌর বিদ্যুৎ প্রকল্প চালু করা হচ্ছে। এর আওতায় ১ কোটি বাড়িতে প্রতিমাসে ৩শো ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পৌঁছে দিতে রুফটপ সোলার প্যানেল লাগানো হবে। জনজাতি উন্নয়নে ৬৩ হাজার গ্রামকে বিশেষ অর্থ