মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 1, 2025 8:37 AM

printer

অর্থমন্ত্রী আজ সংসদে ২০২৫-২৬ এর কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। লোকসভায় বাজেট পেশ করার পর তা রাজ্যসভায় পেশ করা হবে ২০২৫ অর্থবর্ষে ভারতের প্রকৃত জিডিপি ৬.৪ শতাংশ বৃদ্ধি পাবে বলে অর্থনৈতিক সমীক্ষায় পূর্বাভাষ।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, আজ লোকসভায় ২০২৫-২৬ আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। ২০১৯ সালে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শ্রীমতী সীতারামান এই নিয়ে অষ্টম-বার বাজেট পেশ করতে চলেছেন।

  লোকসভায় বাজেট পেশ করার পর তা রাজ্যসভায় পেশ করা হবে। প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ ও প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন। এর মধ্যে রয়েছে কৃষক সংগঠন, কৃষি-অর্থনীতিবিদ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্র, MSME, বাণিজ্য, পরিষেবা, শিল্প সহ বিভিন্ন ক্ষেত্র।

  ২০২১ সালে প্রথম কাগজ-বিহীন বাজেট পেশ করেন শ্রীমতী সীতারামন। তারপর থেকেই ডিজিটাল বাজেট পেশ হয়ে চলেছে।  

বাজেট অধিবেশনের প্রথম পর্ব ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। দ্বিতীয় পর্ব শুরু হবে   ১০’ই মার্চ । চলবে চৌঠা এপ্রিল পর্যন্ত।   

 গতকাল সংসদের যৌথসভায় অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হয়। এই  সমীক্ষায় দেশে আর্থিক ক্ষেত্রে বিভিন্ন সাফল্যের দিক তুলে ধরা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন