কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, আজ লোকসভায় ২০২৫-২৬ আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। ২০১৯ সালে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শ্রীমতী সীতারামান এই নিয়ে অষ্টম-বার বাজেট পেশ করতে চলেছেন।
লোকসভায় বাজেট পেশ করার পর তা রাজ্যসভায় পেশ করা হবে। প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ ও প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন। এর মধ্যে রয়েছে কৃষক সংগঠন, কৃষি-অর্থনীতিবিদ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্র, MSME, বাণিজ্য, পরিষেবা, শিল্প সহ বিভিন্ন ক্ষেত্র।
২০২১ সালে প্রথম কাগজ-বিহীন বাজেট পেশ করেন শ্রীমতী সীতারামন। তারপর থেকেই ডিজিটাল বাজেট পেশ হয়ে চলেছে।
বাজেট অধিবেশনের প্রথম পর্ব ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। দ্বিতীয় পর্ব শুরু হবে ১০’ই মার্চ । চলবে চৌঠা এপ্রিল পর্যন্ত।
গতকাল সংসদের যৌথসভায় অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হয়। এই সমীক্ষায় দেশে আর্থিক ক্ষেত্রে বিভিন্ন সাফল্যের দিক তুলে ধরা হয়েছে।